Meeting at our Banani Office
অাজকে অামাদের বনানী অফিসে সব মেম্বাদের নিয়ে মিটিং হয়।।।অামাদের অাজকের অালোচ্য বিষয় ছিল তরুন প্রজন্ম।পোস্টটি লিখেছেনঃ আফরোজা আঁখি কেউ সুইসাইড করার পর সবার খুব টনক নড়ে। নিউজপেপার এর কাটতি বাড়ে, হেডলাইন আসে “অমুক মেডিকেলের তমুক মেধাবী ছাত্র/ ছাত্রীর আত্নহত্যা” , বিভিন্ন গ্রুপে গ্রুপে বুজুর্গ ব্যক্তিরা দফায় দফায় আলোচনা করেন, মেডিকেলের পড়াশোনার চৌদ্দগুষ্ঠী উদ্ধার করেন, টিভি […]