যে সকল কর্মকান্ড একটি শিশুর জীবন থেকে প্রায় সমস্ত অধিকার কেড়ে নেয় তা হলো শিশুশ্রম।বাংলা সহ বিশ্বের দরিদ্র পিতা- মাতারা সন্তানের লেখাপড়াকে একটি বোঝা মনে করে এবং চিন্তা করে এই শিশুগুলোকে কাজে লাগালে পরিবারে অর্থ উপার্জন বৃদ্ধি পাবে। অার মালিকরাও শিশুদের কম বেতনে বেশি কাজ করাতে অাগ্রহী।কিন্তু তারা জানে না এই শিশুদের ভবিষ্যৎ কে কিভাবে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে।এইসব শিশু শিক্ষার অালো পাচ্ছে না এবং জাতির উন্নতিতে অবদান তো রাখছেই না বরং তারা নিজেদেরও দারিদ্রের দুস্টচক্রে ঠেলে দিচ্ছে।
অামাদের মিশন হিউমিনিটি ৫ই মে তে বাচ্চাদের নিয়ে অামরা মে দিবস পালন করি।তাদের কে একদিনের জন্য হলেও কিছুটা অানন্দ দিতে পেরেছি।।।তাদের খুব ইচ্ছা ছিল ভালো খাবার খাওয়ার।।অাইসক্রীম,মিস্টি,কোক,বিরিয়ানী,দই,সাথে নতুন জামা।।।অামাদের সদস্যরা তাদের মায়ের অাদরে কোলে তুলে নিলেন।।।সব শিশু শিশুই, সে নিরাপদ মাতৃক্রোড় চায়।
Leave a reply