জুলাই মাসের মিটিং এ অামরা মিশন হিউমিনিটির সরকারী সনদ প্রাপ্ত হলাম।এতোদিন অামাদের কাজটি ছিল ব্যাক্তিগত ক জন সদস্যর কাজ।।।অজ অামাদের। কাজের সাথে যুক্ত হলো এ সনদ পত্র।।।যা অামাদের কাজের গতিকে বাড়িয়ে দিল।।।অামরা যে সমাজসেবার কাজ গুলো করতাম সে সম্পর্কে কিছু মানুষ জানতো।অামাদের সংগঠনটি যে অার্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে তার সাথে যুক্ত হলো সরকারের সহযোগিতা।অসহায় মানুষের মাঝে অামরা অামাদের কার্যক্রমকে অারো ছড়িয়ে দিতে পারি তার জন্য সবার দোয়া কামনা করছি।

Meeting at our Banani Office
August 9, 2018
Leave a reply